উত্তরাঞ্চলকে ‘বিজনেস হাব’ গড়ার ঘোষণা নাবিল গ্রুপের

নিজস্ব প্রতিবেদক (রাজশাহী), এবিসিনিউজবিডি, (৭ ডিসেম্বর) : দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী নাবিল গ্রুপ মাঠপর্যায়ের সরবরাহকারীদের জন্য রাজশাহীতে আয়োজন করেছে বর্ণিল নবান্ন উৎসব। কৃষির সঙ্গে যুক্ত কর্মীদের সম্মান জানানো এবং ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনা উপস্থাপন করাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

প্রধান অতিথি নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কৃষিবিদ আমিনুল ইসলাম বলেন, ‘উত্তরবঙ্গকে দেশের পরবর্তী বিজনেস হাব হিসেবে গড়ে তোলাই আমাদের বড় লক্ষ্য। অবকাঠামো উন্নয়ন, নতুন বিনিয়োগ, পণ্য বৈচিত্র্য ও প্রযুক্তিনির্ভর উৎপাদন প্রক্রিয়া- এসবকে সামনে রেখে নাবিল গ্রুপ উত্তরাঞ্চলের বাণিজ্য কাঠামোকে আরও শক্তিশালী করতে কাজ করছে।’

তিনি আরও ঘোষণা করেন, ‘আগামী নতুন বছর থেকেই নাবিল গ্রুপ বিদেশে আতপ চাল রপ্তানি কার্যক্রম শুরু করবে। এ উদ্যোগ দেশের বৈদেশিক আয় বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে। উত্তরাঞ্চলের উচ্চমানের আতপ চাল আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করবে, যা কৃষক থেকে সরবরাহ শৃঙ্খলার সবাইকে লাভবান করবে। আগামী দিনে নাবিল গ্রুপ দেশের অর্থনীতিতে অন্যতম প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে।’

নবান্ন উৎসবে ব্যবসায়ীদের অংশগ্রহণে আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক পরিবেশনা এবং বাণিজ্য কৌশল নিয়ে উন্মুক্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বলেন, নাবিল গ্রুপের এমন উদ্যোগ মাঠপর্যায়ের ব্যবসায়ীদের আরও উৎসাহিত করবে এবং আঞ্চলিক অর্থনীতির বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে। এতে আরও বক্তব্য রাখেন নাবিল গ্রুপের চেয়ারম্যান জাহান বকস মণ্ডল, পরিচালক ইজাজ আবার নাবিল এবং নাবিল ফিড মিলসের চেয়ারম্যান ইসরাত জাহান। তারা জানান, কৃষি-শিল্পভিত্তিক নতুন প্রকল্প, রপ্তানি উদ্যোগ ও প্রযুক্তি বিনিয়োগের সমন্বয়ে উত্তরবঙ্গে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ