শীতে ত্বক, রোগপ্রতিরোধ ও হজমে পানি কতটা জরুরি

লাইফস্টাইল ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ ডিসেম্বর) : শীতে ঠান্ডার কারণে অনেকেই পর্যাপ্ত পানি পান করতে ভুলে যান। তবে শরীরের প্রয়োজন কিন্তু গরমের মতোই একই থাকে। সারা বছর সুস্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পানি পান করা জরুরি।

শীতেও পানি পান জরুরি?

ত্বক ও শরীরের আর্দ্রতা বজায় রাখা 

শীতকালে ত্বক ও ঠোঁট দ্রুত শুষ্ক হয়ে যায়। পানি শরীরকে ভেতর ও বাইরে দু’দিক থেকেই আর্দ্র রাখে, যা শুষ্কতা, অস্বস্তি ও ত্বকের ক্ষতি থেকে রক্ষা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

পানি শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা মজবুত করে। ফলে সাধারণ শীতকালীন অসুস্থতা—সর্দি, কাশি বা ফ্লু মোকাবিলায় শরীর শক্তিশালী থাকে।

শক্তি ও রক্তসঞ্চালনে সহায়তা

পর্যাপ্ত পানি পান রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে। এতে শরীর উষ্ণ থাকে, মনোযোগ বাড়ে এবং সারাদিন শক্তি ধরে রাখতে সাহায্য করে।

কিডনি ও হজমের সুস্থতা

পানি শরীরের টক্সিন বের করে দেয় এবং হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে কিডনি ও পরিপাকতন্ত্র দুটিই ভালোভাবে কাজ করতে পারে।

শীতে পানি পানের সহজ উপায়

দিনের শুরু করুন এক গ্লাস গরম পানি দিয়ে।

সবসময় কাছে একটি পানির বোতল রাখুন।

তৃষ্ণা না পেলেও দুই ঘণ্টা পরপর এক গ্লাস পানি পান করুন।

স্বাস্থ্য সুরক্ষায় শীতেও নিয়মিত পানি পান—একটি সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অভ্যাস।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ