বিপিএল নিয়ে নতুন তথ্য দিল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২ ডিসেম্বর) : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর শুরু হওয়ার কথা ছিল সিলেটে। কিন্তু সেটা আর হচ্ছে না। আগের মতো ঢাকা পর্ব দিয়েই শুরু হচ্ছে বিপিএলের ১২তম আসর।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সদস্য সংবাদমাধ্যমকে এমনটি নিশ্চিত করেছেন।

বছরের শেষ সময়টা সিলেট পর্যটন মৌসুম হওয়ায় পর্যাপ্ত হোটেল পাওয়া যাচ্ছে না। তাই আগামী ২৬ ডিসেম্বর ঢাকায় বিপিএলের প্রথম ম্যাচ হতে যাচ্ছে।

গভর্নিং কাউন্সিলের এক সদস্য বলেছেন, ‘যেহেতু একটা সমস্যা তৈরি হয়েছে। এ জন্য আমরা মিরপুরেই টুর্নামেন্ট শুরু করব।’

তাই ২০১৭ সালের পর বিপিএলের কোনো মৌসুম মিরপুরের পরিবর্তে সিলেটে শুরু হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা টুর্নামেন্ট শুরুর আগেই শেষ হয়ে গেল। এতে করে বিপিএলের শুরু এক সপ্তাহ পেছানোর পাশপাশি ভেন্যুও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর টানা দুই দিন মিরপুরে খেলা হওয়ার পর এক দিন বিরতি থাকবে বিপিএলে। এরপর ২৯ ও ৩০ ডিসেম্বর আবার হবে।

আর আগামী ৩ জানুয়ারি শুরু হবে সিলেট পর্ব।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ