অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ নভেম্বর) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সব পর্যায়ের শিক্ষাকার্যক্রম স্বাভাবিক রাখতে আগামী রবিবার থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনলাইন ক্লাস চলমান থাকবে।

শনিবার (২৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুনসী শামস উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পৃথক এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউট পরিচালকেরা সংশ্লিষ্ট ডিনদের সঙ্গে সমন্বয় করে নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউটে অনলাইন ক্লাস পরিচালনা করবেন।

এ ছাড়া, ভূমিকম্প ও পরবর্তী আফটার শকে ক্ষতিগ্রস্ত ভবনসমূহ সংস্কারের লক্ষ্যে প্রকৌশলীদের সমন্বয়ে গঠিত পরিদর্শন টিমের মতামতের ভিত্তিতে শীতকালীন ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে।

এর আগে, গত ২২ নভেম্বর ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রথমে ১ দিনের বন্ধ ঘোষণা করেছিল। পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে ঐ দিন রাতেই টানা ১৪ দিনের ছুটির ঘোষণা দেওয়া হয়। ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছুটি চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত। যদিও বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ যথারীতি খোলা রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ