চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক: ৬ লেনের দাবিতে ব্লকেড কর্মসূচির ডাক

চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৯ নভেম্বর) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলন নামে একটি সংগঠন।

ব্লকেড কর্মসূচি পালনের বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের সংগঠক হোসাইন মোহাম্মদ মাসুম।

এর আগে সংগঠনটি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে ফেসবুক প্রোফাইল পরিবর্তন, লিফলেট বিতরণ, গুরুত্বপূর্ণ স্টেশনে ব্যানার টাঙানো, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অফিসার ইনচার্জ (ওসি) বরাবর স্মারকলিপি প্রদান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) স্মারকলিপি প্রদান, সড়ক ও জনপদ মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গত ৩০ অক্টোবর চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলন থেকে দাবি আদায় না হলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন আন্দোলনের সংগঠক হোসাইন মোহাম্মদ মাসুম খবরের কাগজকে বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে আসছিলাম। কিন্তু এখনো পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই আমরা বাধ্য হয়ে এবার ব্লকেড কর্মসূচির ডাক দিয়েছি।

তিনি আরও বলেন, রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সাতকানিয়া উপজেলার কেরানীহাট চত্বর, লোহাগাড়া উপজেলার অবস্থান আমিরাবাদ পুলিশ বক্সের সামনে ও চকরিয়া উপজেলার মাতামুহুরি ব্রিজে ব্লকেড কর্মসূচি পালিত হবে। এই ব্লকেড কর্মসূচির জন্য দক্ষিণ চট্টগ্রামের মানুষ সাময়িক অসুবিধার মধ্যে পড়বে। তাই আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ