শীতকে সামনে রেখে এখনই হাতের যত্ন প্রয়োজন
ডেস্ক প্রতিবেদন, আলোকিত সময়, ঢাকা (১০ অক্টোবর) : আর কয়েকদিন পরই আগম ঘটবে শীতের। এই শীতকে সামনে রেখে নারীদের এখনই হাতের যত্ন নেয়া প্রয়োজন।
কারও সঙ্গে দেখা হলে দেখবেন তার হাতের দিকেই আগে চোখ চলে যায়। হাত সুন্দর হলে তা আমাদের বাহ্যিক সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। অন্যদিকে হাতে যদি কালচে দাগ-ছোপ লেগে থাকে, নখে লেগে থাকে হলুদ আর কষের দাগ, দেখতে ভালো লাগবে না নিশ্চয়ই? হাত সুন্দর রাখতে চাইলে যত্ন নেওয়ার বিকল্প নেই।
সারাদিনে দুটি হাতে বিভিন্ন কাজ করা হয়। তাই এতে বিভিন্ন দাগ-ছোপ লেগে যাওয়া অস্বাভাবিক নয়। আবার বাইরে বের হলে রোদ ও ধুলোবালির কারণেও হাতের চেহারা মলিন হতে পারে। রোদে পোড়ার কারণে হাতে কালচে দাগ পড়ে যায়। এসব ক্ষেত্রে প্রাকৃতিক উপায়ে নিতে হবে যত্ন।