ইন্টেলিজেন্স নেটওয়ার্কে নতুন ধারণা

আইটি ডেস্ক, এবিসি নিউজ, ঢাকা (৩ অক্টোবর) : বার্ষিক প্রযুক্তি সম্মেলনে চীনের সাংহাইয়ে মানোন্নত ও এআই পরিচালিত শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্ক সল্যুশন বিষয়ে নতুন ধারণা দিয়েছেন হুয়াওয়ের ডেটা কমিউনিকেশন প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট লিওন ওয়াং। সল্যুশনে তিনটি স্তর রয়েছে– এআই পরিচালিত বুদ্ধিমত্তা, সংযোগ ও ডিভাইস।

তিনটি স্তর এআই ও নেটওয়ার্কের সমন্বয়ে নতুন সম্ভাবনা তৈরি করবে। সল্যুশনটি কয়েকটি পরিস্থিতির জন্য সময়োপযোগী সংযোগ পরিষেবা ও নতুন অভিজ্ঞতা দেবে। ফলে ডেটা লস না হওয়ার সঙ্গে দ্রুতগতিতে বেশি ডেটা বিনিময়, কম পরিমাণ ল্যাটেন্সি ও নিরাপত্তায় উচ্চমান নিশ্চিত করা সম্ভব হবে।

এআই পরিচালনার জন্য নেটওয়ার্ক তৈরি এবং এআইভিত্তিক সুরক্ষা– এমন ধারণার ওপর ভিত্তি করে গঠিত সল্যুশনটি কয়েকটি শিল্প খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনাকে বিকশিত করবে। বিশ্বকে দ্রুতগতিতে বদলে দিতে ও ব্যবসায়িক সব প্রতিষ্ঠানের কার্যক্রমকে রূপান্তরিত করছে এআই প্রযুক্তি। ফলে নেটওয়ার্কের ক্ষেত্রে তিনটি প্রধান চাহিদা দেখা দিয়েছে– কার্যকর কম্পিউটিং ক্ষমতার ব্যবহার, উন্নত অভিজ্ঞতার নিশ্চয়তা ও অজানা হুমকি থেকে সুরক্ষা।

উল্লিখিত সবকিছু বিবেচনায় রেখে শিংহে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তিন স্তরের আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে, যা চারটি মূল সল্যুশনকে মানোন্নত করবে।

মূল সল্যুশন হলো শিংহে এআই ক্যাম্পাস, ইন্টেলিজেন্ট ওয়ান, এআই ফেব্রিক ২.০ ও এআই নেটওয়ার্ক সিকিউরিটি। শিংহে এআই ক্যাম্পাস ডিজিটাল জগৎ থেকে বাস্তব ক্ষেত্র পর্যন্ত নিরাপত্তা সম্প্রসারিত করে ক্যাম্পাস নেটওয়ার্কের পরিপূর্ণ নিরাপত্তা দেয়। শিংহে এআই ফেব্রিক ২.০ সাধারণ কম্পিউটিং ও এআই কম্পিউটিংয়ে বুদ্ধিমত্তার প্রয়োগের মাধ্যমে কম্পিউটিংয়ে কারিগরি দক্ষতাকে পরিপূর্ণ রূপায়ণ করে।

উদ্ভাবকরা বলছেন, সার্বক্ষণিক স্বয়ংক্রিয় কার্যক্রম ও রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হবে নতুন নেটওয়ার্ক। ফলে নেটওয়ার্কে কোনো বিঘ্ন ঘটে না এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত হয়। ভবিষ্যতের উৎপাদন প্রক্রিয়ায় এটি হবে নতুন দিগন্ত।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ