প্রশাসনিক রদবদল, গণভোট ও প্রবাসী ভোট নিয়ে ইসির দৃষ্টি আকর্ষণ গোলাম পরওয়ারের

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ নভেম্বর) : রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের চলমান সংলাপে অংশ নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রশাসনে একের পর এক রদবদল এবং নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা। জামায়াতের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সাম্প্রতিক সময়ে ডিসি, এসপি পর্যায়ের কর্মকর্তাদের ব্যাপক বদলি ‘কোনো পরিকল্পিত উদ্দেশ্য’ থেকে হচ্ছে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, ‘এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি হঠাৎ করেই বদলি হলেন। আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হলো। মনে হয় যেন কোনো একটি ডিজাইন থেকে কাজটা হচ্ছে। অথচ তফসিল ঘোষণার পর এসব দায়িত্ব ইসির অধীনে থাকে।’

তিনি বলেন, ‘অতীতের কয়েকটি নির্বাচনে তফসিল ঘোষণার পর একদিনে ডিসি, এসপি পর্যায়ে বড় ধরনের বদলি হয়েছিল এবং সেটিকে স্বচ্ছ মনে করা হয়েছিল। এখন যেভাবে খণ্ড খণ্ড রদবদল হচ্ছে, এতে বরং সন্দেহের জায়গা তৈরি হচ্ছে। লটারির মাধ্যমে বদলি করলে কোনো প্রশ্ন থাকে না – এ প্রস্তাব আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলাম।’

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ