ফার্স্ট লুকেই ফ্লপ তিশা

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৯ নভেম্বর) : শাকিব খানের সিনেমা মানেই একটু বাড়তি আলোচনা। ভক্তদের উন্মাদনার শেষ নেই এই তারকার সিনেমা নিয়ে। বর্তমানে শাকিব খান দেশের ছোট পর্দার অভিনেত্রীদের প্রতি ঝুঁকছেন। কারণ তার নতুন নতুন সিনেমায় নায়িকা হিসেবে নিচ্ছেন ছোট পর্দার অভিনেত্রীদের। এর আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে দেখা গেছে শাকিবের বিপরীতে ‘তাণ্ডব’ সিনেমায়। সিনেমাটি দর্শকপ্রিয় হয়েছিল।

শাকিব খান ও সাবিলা নূরকে নিয়ে ভক্তদের যে প্রত্যাশা ছিল তা অনেকটাই উতড়ে যেতে পেরেছিলেন তারা। বর্তমানে শাকিব খান কাজ করছেন ছোট পর্দার আরেক আলোচিত মডেল অভিনেত্রী তানজিন তিশাকে নিয়ে। সাকিব ফাহাদের পরিচালনায় সিনেমার নাম ‘সোলজার’। এ সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তিশার। ইতোমধ্যেই সিনেমার শুটিং শেষ হয়েছে।

শুটিং শেষ হওয়ার আগেই সিনেমায় শাকিব খানের লুক প্রকাশিত হয়েছিল স্যোশাল মিডিয়ায়। সেটি নিয়ে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছিল। কেউ কেউ শাকিব খানের লুক নকল বলেও অভিহিত করেছিলেন। লুক নকলের অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল সংবাদও। এবার প্রকাশিত হলো এই সিনেমায় তানজিন তিশার ফার্স্টলুক পোস্টার।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টারটি শেয়ার করে তিশা লিখেছেন, ‘আপনাদের সৈনিক আপনাদের সেবায় নিয়জিত।’

পোস্টারে তানজিন তিশার পরনে সাদা স্লিভলেস টপ, গ্রে-অ্যাশ রঙের প্যান্ট, পেছনে ফিরে তাকানো ভঙ্গি ফুটে উঠেছে শক্তিশালী ও নির্ভীক এক নারীর প্রতিচ্ছবি। চারপাশে ছড়িয়ে থাকা দাবার ঘুঁটি ও হাতে ক্যামেরা দেখে অনেকেই মনে করছেন তানজিন তিশার চরিত্রটি হতে যাচ্ছে নির্ভীক ও কৌশলী।

এটি প্রকাশের পর স্যোশাল মিডিয়ায় চলছে নানা ধরনের আলোচনা-সমালোচনা। তবে শাকিবের সিনেমায় তানজিন তিশাকে নিয়ে ভক্ত-দর্শকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা অনেকটাই ম্লান হয়েছে এ ফার্স্টলুক পোস্টার প্রকাশের পর। কেউ কেউ তিশার প্রশংসা করলেও অনেকেই করেছেন সমালোচনা। চলচ্চিত্রাঙ্গনের অনেকেই বলছেন, তিশাকে নিয়ে যে চমকের আশায় ছিলাম সেটা পূরণ হয়নি।

তিশার ফার্স্ট লুক প্রকাশের পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে সে সাংবাদিক’। অন্য একজন লিখেছেন, ‘সোলজারে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।’

এ সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশী প্রমুখ। সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে সিনেমাটি অন্য সময় মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা।

এদিকে তানজিন তিশার সময়টা মোটেও ভালো যাচ্ছে না। কারণ সিনেমায় যখন তার অভিষেক হচ্ছে তখনই তুমুল বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে তার বিরুদ্ধে অনলাইল ফ্যাশন পেজ ‘এ্যাপোনিয়া’র পক্ষ থেকে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ এনে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এই মামলার রেশ কাটতে না কাটতেই তিশার বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ এনে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেছেন আরেক নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ