নির্বাচনে ইসিকে সহযোগিতা করতে কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর) : ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতির মধ্যে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। রবিবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।

বৈঠক শেষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় কমনওয়েলথভুক্ত ৫৬ দেশ ইসিকে সহযোগিতা করতে প্রস্তুত আছে।

তিনি বলেন, ‌আমরা স্বাগত জানাচ্ছি এবং তারা আসবেন। আমরা আশা করি, আমাদের এবারের যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশন যেটা হচ্ছে, সেটার সম্পর্কে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। কমনওয়েলথ সেক্রেটারিয়েটের সেক্রেটারি জেনারেল স্পেসিফিক করে আমাদেরকে বলেছেন, ওনার সদস্য সংখ্যা হচ্ছে ৫৬টি দেশ এবং আমরা যদি কোনো সহযোগিতা চাই সেটা ওনারা করার জন্য প্রস্তুত আছেন। যুক্তরাজ্য আমাদেরকে সহযোগিতা করছে শুনে উনি খুশি হয়েছেন।

ইসি সচিব আরও বলেন, আমাদের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সম্পর্কেও তারা জানতে চেয়েছিলেন। আমরা বলেছি, আমরা সারাদেশকে তিনটা ভাগে রেড, ইয়েলো এবং গ্রিন এই জোনে ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। উনার সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কথা হয়েছে এবং আমাদের ওপর আস্থা এবং আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করেছেন তিনি।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ