বিএনপির সঙ্গে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৬ অক্টোবর) : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত তুরস্ক প্রজাতন্ত্রের উপপররাষ্ট্রমন্ত্রী এ. বেরিস একিনচি ও ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও তুরস্ক সফররত প্রতিনিধি দলের দুজন সদস্য।
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, আগামী দিনে মুসলিম দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা ‘ওআইসি’কে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জিয়াউর রহমানের সময় থেকেই। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও সুদৃঢ় করার জন্য সব ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতার কথা আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে ব্যাবসায়িক বিনিয়োগ বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তুর্কি বিনিয়োগ বাড়ানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে। এজন্য তুর্কি-বাংলাদেশ চেম্বারকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। সবাই নির্বাচনের অপেক্ষায় আছে। সবার মতো তুরস্কও নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে কাজ করতে উদ্গ্রীব।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে যৌথ ডিফেন্স ইন্ডাস্ট্রি গড়ে তোলার জন্য তুরস্ক বাংলাদেশ সরকারকে প্রস্তাব দিয়েছে। সেই বিষয়ে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে, সেটা আমাদের পক্ষ থেকে বলেছি।