সাগরে লঘুচাপের পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ নভেম্বর) : দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে এই লঘুচাপের প্রভাব বাংলাদেশে তেমন উল্লেখযোগ্য হবে না।

শনিবার (২২ নভেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। নতুন লঘুচাপটি সৃষ্টি হলে তা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘণীভূত হতে পারে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, সম্ভাব্য লঘুচাপটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা কম। এটি ভারতীয় অঙ্গরাজ্য ওড়িশা ও পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হতে পারে। ফলে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ