কমল এলপিজির দাম, কার্যকর আজ থেকে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (৭ অক্টোবর) : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ভোক্তা পর্যায়ে আবারও হ্রাস পেয়েছে। নতুন সমন্বয় অনুযায়ী, অক্টোবর মাসে ১২ কেজির একটি সিলিন্ডারের মূল্য ২৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২৪১ টাকা।

মঙ্গলবার (৭ অক্টোবর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই নতুন মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, একই দিন সন্ধ্যা ৬টা থেকে এ মূল্য কার্যকর হবে।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদের ভাষ্যমতে, সেপ্টেম্বর মাসে ১২ কেজির সিলিন্ডার বিক্রি হচ্ছিল ১ হাজার ২৭০ টাকায়। নতুন সমন্বয়ের ফলে অক্টোবর মাসে তা নেমে এসেছে ১ হাজার ২৪১ টাকায়। এর আগে ২ সেপ্টেম্বর সর্বশেষ মূল্য হালনাগাদ করা হয়েছিল, তখন দাম ৩ টাকা কমানো হয়েছিল।

এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসকসহ ১ টাকা ৩৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৬ টাকা ৭৭ পয়সা। সেপ্টেম্বর মাসে এর দাম ছিল ৫৮ টাকা ১৫ পয়সা।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, অক্টোবর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত প্রোপেন ও বিউটেনের আন্তর্জাতিক বাজারদর (সৌদি সিপি) বিবেচনায় দাম সমন্বয় করা হয়েছে। প্রোপেনের দর নির্ধারিত হয়েছে প্রতি মেট্রিক টন ৪৯৫ ডলার এবং বিউটেনের ৪৭৫ ডলার, যার গড় ৪৮২ ডলার ধরা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালে মোট চার দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমেছে এবং সাত দফায় বেড়েছে। জানুয়ারি থেকে অক্টোবরের মধ্যে দাম বাড়ানো হয় সাত মাসে, আর কমানো হয় এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। ডিসেম্বর মাসে দাম অপরিবর্তিত ছিল।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ