বুধবার ভোরে ‘রেড জোনে’ পৌঁছানোর আশা করছি : শহিদুল আলম

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (৭ অক্টোবর) : ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) মিডিয়া ফ্লোটিলার জাহাজ কনসায়েন্সে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম জাহাজটির সর্বশেষ আপডেট এবং ফ্লোটিলা কবে ফিলিস্তিনে পৌঁছাবে তা জানিয়েছেন।

আজ মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘আমরা আগামীকাল ভোরে ‘রেড জোনে’ পৌঁছানোর আশা করছি।’

তিনি লিখেছেন, ‘আমরা নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা পিছিয়ে আছি কারণ আমরা ‘থাউজেন্ড ম্যাডলিনস’ ছোট এবং ধীরগতির যানবাহনের নৌকাগুলিকে পিছনে না রাখার সিদ্ধান্ত নিয়েছি, যা এফএফসি-এরও অংশ, যদিও আমরা সুমুদ ফ্লোটিলার তুলনায় অনেক দ্রুত অগ্রসর হয়েছি, যা প্রবল বাতাস এবং একটি উল্লেখযোগ্য ঝড়ের কারণে সাময়িকভাবে থেমে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘ধীরগতির নৌকাগুলি এখন আমাদের সঙ্গে লেগেছে এবং আমরা ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে, যে অঞ্চলটি অতীতে আইডিএফ অবৈধভাবে পূর্ববর্তী নৌবহরগুলিকে আটকে রেখেছিল।’

এ সময় ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধের দুই বছরপূর্তিকে স্মরণ করে তিনি লেখেন, ‘২০২৫ সালের ৭ অক্টোবর সকাল। দুই বছর আগে এই দিনেই হামাস এবং অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী ইসরায়েলের উপর আকস্মিক আক্রমণ চালায়। যেখানে ১ হাজার ১৯৫ জন ইসরায়েলি এবং বিদেশী নাগরিক নিহত হন, যার মধ্যে ৮১৫ জন বেসামরিক নাগরিকও ছিলেন। ২৫১ জনকে জিম্মি করা হয়েছিল, যার লক্ষ্য ছিল ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বাধ্য করা। এরপর থেকে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে, গাজায় ৬৭ হাজার এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু এবং ১ লাখ ৬৯ হাজারেরও বেশি আহত হয়েছেন।

দ্য ল্যানসেটের একটি গবেষণায় অনুমান করা হয়েছে যে- ২০২৪ সালের জুন পর্যন্ত আঘাতজনিত আঘাতের কারণে মৃত্যুর সংখ্যা কম গণনা করা হয়েছিল, যদিও ‘পরোক্ষ’ মৃত্যু অন্তর্ভুক্ত করলে মৃত্যুর সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। (উৎস উইকিপিডিয়া)’

তিনি লেখেন, ‘আমরা কনসায়েন্সের সাথে আছি যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) অংশ। পূর্ববর্তী সুমুদ ফ্লোটিলার জাহাজ, যা এফএফসিরও অংশ ছিল এবং ফিলিস্তিনের অবরোধ ভাঙার চেষ্টা করেছিল, সবগুলোই ইসরায়েলি সেনাবাহিনী দখল করেছে। আমরা তা সত্ত্বেও এগিয়ে যাচ্ছি। বিবেক মূলত সাংবাদিক এবং চিকিৎসকদের দ্বারা গঠিত, কারণ এই দুটি পেশাদার গোষ্ঠীকে ইসরায়েল বিশেষভাবে ইতিহাসে নজিরবিহীনভাবে সাংবাদিক এবং স্বাস্থ্যকর্মীদের হত্যার লক্ষ্যবস্তু করে আসছে। এই দুটি গোষ্ঠীর একটি বিবৃতি এই লক্ষ্যবস্তু হত্যার অবৈধতা এবং গাজার অবৈধ অবরোধকে চ্যালেঞ্জ করে।’

অন্য এক পোস্টে একটি ছবিসহ তিনি লিখেছেন, ‘যদিও আমরা এই ভ্রমণের স্পষ্ট বিপদ সম্পর্কে অবগত, তবুও এখানে এমন অনেকেই আছেন যারা অতীতে গাজায় কাজ করেছেন এবং ফ্লোটিলার অভিজ্ঞতাও তাদের আছে। তাদের মধ্যে দুজন এই ছবিতে আছেন। এই দলে একজন চমৎকার চিকিৎসক দলও রয়েছে।

হুওয়াইদা আরাফ (বামে) একজন ফিলিস্তিনি-আমেরিকান মানবাধিকার আইনজীবী এবং কর্মী। তিনি আন্তর্জাতিক সংহতি আন্দোলনের সহ-প্রতিষ্ঠাতা এবং ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন স্টিয়ারিং কমিটির সদস্য। তিনি ২০০৮ সালে গাজায় যাত্রা করা প্রথম নৌকায় ছিলেন; ২০১০ সালের ফ্রিডম ফ্লোটিলায়, যা ইসরায়েল দ্বারা মারাত্মকভাবে আক্রমণ করা হয়েছিল (তার ১০ জন সহকর্মীকে হত্যা করা হয়েছিল) এবং ২০২৫ সালের জুলাই মাসে ইসরায়েল দ্বারা আক্রমণ করা হান্দালা নৌকার নেতৃত্ব দিয়েছিলেন। আমি তার সাথে যোগাযোগ করে বলেছিলাম যে আমি বিবেক-এ যোগ দিতে চাই।

তাসমানিয়ান কর্মী ম্যাডেলিন হাবিব (ডানে) ইতালি থেকে গাজায় যাওয়ার পথে ৬৬ মিটার দীর্ঘ জাহাজ, বিবেক-এর অধিনায়ক। তিনি এর আগে গ্রিনপিস জাহাজ মাই এসপেরানজা-এর ক্যাপ্টেন ছিলেন, যেটি ২০০৮ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রার দুমাই বন্দর থেকে পাম তেলের একটি চালান ত্যাগ করতে বাধা দিয়েছিল।

এই দলের অংশ হতে পেরে আমি অত্যন্ত সৌভাগ্যবান বোধ করছি।’

উল্লেখ্য, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, যা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা নামেও পরিচিত, ২০২৫ সালের মাঝামাঝি গঠিত একটি আন্তর্জাতিক নাগরিক উদ্যোগ। এর লক্ষ্য ইসরায়েলের আরোপিত নৌ-অবরোধ ভেঙে গাজায় খাদ্য, ওষুধ, পানি পরিশোধক এবং অন্যান্য জরুরি সামগ্রী পৌঁছে দেওয়া। ‘সুমুদ’ শব্দটি আরবি, যার অর্থ ‘অটলতা’ বা ‘অবিচল সহনশীলতা’, যা ফিলিস্তিনি জনগণের দীর্ঘদিনের সংগ্রাম ও প্রতিরোধের প্রতীক। এই উদ্যোগে চারটি প্রধান সংগঠন- ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারা- একত্রে কাজ করে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজা অবরোধের বিরুদ্ধে অহিংস প্রতিরোধের একটি প্রতীক। এটি মানবিক, রাজনৈতিক, আইনি ও সাংস্কৃতিক দিক থেকে বিশ্বব্যাপী প্রভাব ফেলে। যদিও ইসরায়েলি হস্তক্ষেপ এর তাৎক্ষণিক সাফল্য বাধাগ্রস্ত করে, তবু এটি গাজার সংকটের প্রতি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ