বিড়ম্বনায় নুসরাত ফারিয়া
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (৭ অক্টোবর) : শোবিজ তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার ভুয়া আইডির খপ্পরে অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার নাম ভাঙিয়ে টাকা চাওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্ক করলেন ফারিয়া।
সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুকে ভুয়া আইডির একটি স্ক্রিনশট প্রকাশ করেছেন ফারিয়া। ক্যাপশনে লিখেছেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি। কেউ আমার ছবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নাম্বার দিয়ে মানুষের কাছ থেকে টাকা চাইছে। এটি সম্পূর্ণ প্রতারণা। আমার সাথে এর কোনো সম্পর্ক নেই।
এরপর নেটিজেনদের প্রতি ফারিয়ার পরামর্শ দয়া করে প্রতিক্রিয়া দেবেন না, কাউকে টাকা পাঠাবেন না, এবং এমন প্রোফাইল রিপোর্ট করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন।