৬ষ্ঠ দিনের শাটডাউনে যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাইয়ের তোড়জোড়

আন্তর্জাতিক ডেস্ক, এবিসি নিউজ, (৭ অক্টোবর) : যুক্তরাষ্ট্র সরকারের শাটডাউন সোমবার (৬ অক্টোবর) ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। এখন পর্যন্ত সরকারের ব্যয় সংক্রান্ত বিষয় নিয়ে একমত হতে পারেননি কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা। এরকম পরিস্থিতিতে ক্রমাগত কেন্দ্রীয় কর্মীদের ছাঁটাইয়ের হুমকি দিয়ে চলেছে হোয়াইট হাউস।

রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটে আবারও সরকারের ব্যয়সংক্রান্ত বাজেটকে কেন্দ্র করে ভোট হওয়ার কথা রয়েছে। গত রবিবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কবে ফেডারেল কর্মীদের ছাঁটাই শুরু করবেন? ট্রাম্প সে সময় সাংবাদিকদের বলেন, এ মুহূর্তে এটি ঘটছে। তিনি ডেমোক্র্যাটদেরও অচলাবস্থা তৈরির জন্য দায়ী করেন। তবে ছাঁটাইয়ের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানাননি। হোয়াইট হাউস বলেছে, শাটডাউন চললে হাজারও ব্যক্তিকে চাকরি হারাতে হতে পারে।

ট্রাম্পের বাজেট পরিচালক রাসেল ভট বলেন, এরই মধ্যে নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া ও ইলিনয়ের জন্য দেওয়া ২৮ কোটি ডলার অবকাঠামো বাজেট আটকে দেওয়া হয়েছে। প্রতিটি স্থানেই বিপুলসংখ্যক ডেমোক্র্যাটের বসবাস এবং ওই জায়গাগুলোতে প্রেসিডেন্টের সমালোচনাও বেশি হয়।

শাটডাউনের পর ট্রাম্প ও তার রিপাবলিকান মিত্ররা সামাজিক যোগাযোগমাধ্যমে ডিপফেক ভিডিও দিয়ে ডেমোক্র্যাটদের টিটকারি দিয়েছেন। তবে ডেমোক্র্যাট নেতারা হোয়াইট হাউসের কোনো কৌশলেই মাথানত করছেন না। এতে করে মধ্যপন্থি রিপাবলিকানরা উদ্বিগ্ন হয়ে উঠেছেন যে অচলাবস্থা পার করা হয়তো কঠিন হয়ে উঠবে।

হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস বলেছেন, আমরা যা দেখছি, তা হলো ডিপফেক ভিডিওর মাধ্যমে আলোচনা করা হচ্ছে, হাউস ভোট বাতিল করছে এবং হ্যাঁ, অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পের গতকাল গলফ কোর্সে খরচ করা উচিত হয়নি। এটি দায়িত্বশীল আচরণ নয়।’

বর্তমানের শাটডাউনটি যুক্তরাষ্ট্রের ইতিহাসের ১৫তম। সময়ের দিক থেকে এটি চতুর্থ বৃহত্তম। এর আগে ১৯৯৫ সালে রিপাবলিকানদের খরচ বিলে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ভেটো দেওয়ার পর ছয় দিন শাটডাউন চলেছে। সবচেয়ে দীর্ঘতম শাটডাউন চলেছে ট্রাম্পের প্রথম মেয়াদে ২০১৮-২০১৯ সালে। সেবার টানা ৩৫ দিন স্থায়ী হয়েছিল শাটডাউন। সূত্র: রয়টার্স

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ