সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক (সিলেট), এবিসি নিউজ, (৭ অক্টোবর) : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ৭২৩ উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে।

ট্রেনটি সিলেটে প্রবেশ করার আগেই মোগলা বাজার লাইনচ্যুত হয়। এর ফলে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সিলেট রেল স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানিয়েছেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) রওনা হয়েছে। কালনী এক্সপ্রেস সিলেট স্টেশনে ফিরিয়ে নেওয়া হয়েছে। উপবন এক্সপ্রেস এখনো ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও স্টেশনে আটকে রয়েছে। উপবনের রেকেই জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাই ফেঞ্চুগঞ্জ থেকে ট্রেনটি আজ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

উদ্ধার তৎপরতা দুপুরের মধ্যে শেষ হলে কালনী এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৩টা বা ৪টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে বলে সিলেট রেলওয়ে স্টেশনের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন৷ 

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ