ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের পুণঃসূচনা হবে: ইসি সানাউল্লাহ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২২ নভেম্বর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন আখ্যা দিয়ে এটির মাধ্যমে দেশে গণতন্ত্রের পুণঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

শনিবার (২২ নভেম্বর) সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি এ বক্তব্য দেন।

নির্বাচন কমিশনার জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতৎপরতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ করা আসন্ন নির্বাচনের একটি বড় চ্যালেঞ্জ।

সানাউল্লাহ আরও প্রকাশ করেন যে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক এবারের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চান।

এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় ৬০ দিন সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ