প্রথম ধাপে ৬ দলের সঙ্গে সংলাপে ইসি, দ্বিতীয় ধাপ দুপুরে

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ নভেম্বর) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপের আজ দ্বিতীয় দিনে প্রথম ধাপে ৬টি রাজনৈতিক দলের সঙ্গে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই সংলাপ শুরু হয়।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সংলাপ চলবে বেলা ১২টা পর্যন্ত। প্রথম ধাপে গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপ চলছে।

সংলাপে চার কমিশনার ও ইসি সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত আছেন।

এরপর দ্বিতীয় দফায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

দলগুলোর সঙ্গে সংলাপের আলোচ্যসূচিতে থাকছে- নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর করণীয়, তফসিল ঘোষণার পর আচরণবিধি প্রতিপালন, আচরণবিধি অনুসারে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গীকারনামা সম্পাদন, প্রার্থীদের সঙ্গে রিটার্নিং অফিসারদের অঙ্গীকারনামা সম্পাদন, তফসিল ঘোষণার পর নির্বাচনি অ্যাজেন্ট নিয়োগ ও ব্যবস্থাপনা, মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন প্রতিরোধ, নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ন্ত্রণ, সাম্প্রদায়িক সম্প্রীতি ভঙ্গ না করা, লিঙ্গ, বর্ণ ও ধর্ম নিয়ে কোনো বৈষম্য না করা এবং ধর্মীয় উপাসনালয়কে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার না করা।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে গত ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করে ইসি।

সংলাপের তৃতীয় দিনে আগামীকাল (১৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আরও ১২টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপ হবে।

শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সঙ্গে সংলাপে বসবে ইসি। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সঙ্গে মতবিনিময় করবে কমিশন।

এর আগে, গত ২৮ সেপ্টেম্বর রাজনৈতিক অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে ইসি। সেসময় সুশীল সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে পর্যায়ক্রমে সংলাপে বসে মতবিনিময় করেছে ইসি।

নির্বাচনি রোডম্যাপে ইসি জানিয়েছে, তাদের লক্ষ্য ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা এবং আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় ও গণভোট নির্বাচন আয়োজন করা।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ