‘ককটেল ২’ নিয়ে ফিরছেন রাশমিকা
বিনোদন প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২৯ সেপ্টেম্বর) : সম্প্রতি প্রকাশিত হয়েছে হরর-কমেডি সিনেমা ‘থামা’র ট্রেলার। এ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো ভৌতিক ঘরানায় দেখা যাবে দক্ষিণী ও বলিউড অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। সঙ্গে নতুন আরেকটি আলোচিত সিনেমার শুটিংয়ে তিনি ব্যস্ত আছেন। ২০১২ সালে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট ছবি ‘ককটেল’-এর দ্বিতীয় কিস্তিতে থাকছেন ‘পুষ্পা’খ্যাত এই অভিনেত্রী।
বর্তমানে ইতালির সিসিলিতে এ সিনেমার শুটিংয়ে আছেন তিনি। হোমি আদাজানিয়ার পরিচালনা এবং দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস প্রযোজিত ‘ককটেল ২’-এ তার সঙ্গে আরও অভিনয় করছেন শহীদ কাপুর ও কৃতি শ্যানন। এ ফ্র্যাঞ্চাইজির প্রথম পর্বে ছিলেন দীপিকা পাড়ুকোন, ডায়না পেন্টি ও সাইফ আলি খান।
ছবির কাহিনি লিখেছেন লাভ রঞ্জন। তবে গল্পের প্রেক্ষাপট আপাতত গোপন রাখা হয়েছে। অবশ্য শুটিংয়ের দীর্ঘ সূচির মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় আছেন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিজে একটি টেবিলভর্তি খাবারের ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘দীর্ঘ শুটিংয়ের পরে একটি বড় খাবার খুবই প্রয়োজন!’
এদিকে, ককটেল ২-এর কাজে ব্যস্ত থাকার কারণে কিছুদিন আগে ম্যাডক ফিল্মস প্রযোজিত ও রাশমিকা অভিনীত আসন্ন ছবি ‘থামা’-এর ট্রেলার লঞ্চে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী। তবে ভক্তদের উদ্দেশে তিনি একটি ভিডিও বার্তা পাঠান। সেখানে বলেন, ‘আমি খুবই দুঃখিত যে ট্রেলার লঞ্চে থাকতে পারিনি। আমি এখন সিসিলিতে ককটেল ২-এর শুটিং করছি। আশা করি আপনারা থামার ট্রেলার উপভোগ করেছেন।’
সিনেমায় অভিনেত্রীকে তাদাকা চরিত্রে দেখা যাবে। নিজের চরিত্রকে ‘শক্তিশালী ও গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে রাশমিকা আরও বলেন, ‘এ চরিত্রে অভিনয় করা আমার জন্য সম্মানের। আমি খুব উপভোগ করেছি। দীপাবলিতে থিয়েটারে থামা দেখার জন্য আমার আর তর সইছে না।’
সিনেমায় রাশমিকা ছাড়াও একঝাক দুর্দান্ত তারকা অভিনয় করেছেন। এতে আয়ুষ্মান খুরানা (অলোক), নওয়াজউদ্দিন সিদ্দিকী (যক্ষসন), পরেশ রাওয়াল (রাম বাজাজ গোয়েল) ও সত্যরাজ (এলভিস করিম প্রভাকর)-এর মতো অভিনেতাদের দেখা যাবে। দীপাবলি উপলক্ষে আগামী ২১ অক্টোবর ‘থামা’ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।