ফ্যাসিস্টের সহযোগীরা গুজব ছড়ানোর চেষ্টা করছে, তবে সরকার এ বিষয়ে সতর্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিনিধি, এবিসি নিউজ, ঢাকা (২৮ সেপ্টেম্বর) : দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, প্রতিবেশী দেশ ও ফ্যাসিস্টের সহযোগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর চেষ্টা করছে, তবে সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সারাদেশের মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে সশস্ত্র বাহিনীর ১ লাখ সদস্য এবং পুলিশের ৭০ হাজার সদস্য মাঠে থাকবে। পাশাপাশি বিজিবি ও অন্যান্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে গুজব ছড়ানো বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, “সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।”
এ সময় খাগড়াছড়ির সাম্প্রতিক ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার বিষয়ে তিনি জানান, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার নেতৃত্বে সব পক্ষকে নিয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।