তিন দফা দাবিতে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি চলছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ নভেম্বর) : দশম গ্রেডের বেতনসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।
সোমবার (১০ নভেম্বর) সকাল থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষকরা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা জানান, ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীতকরণসহ তিন দফা দাবি পূরণে সোমবার বিকেল ৫টায় তাদের একটি প্রতিনিধিদল অর্থ সচিবের সঙ্গে বৈঠক করবেন।
তবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানান তারা।
তাদের অন্য দুই দাবি হলো- চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
