প্রাণিসম্পদ উপদেষ্টার ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রামীণ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ নভেম্বর) : রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠান প্রবর্তনা’র সামেন দুটি ও মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ বিস্ফোরণ হয়।

পুলিশ বলছে, দুটি ঘটনায় মোটরসাইকেলে দুই আরোহী ছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

সোমবার (১০ নভেম্বর) ভোর ৪টার দিকে মিরপুর-২ এ গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মোটরসাইকেলে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর পৌনে ৪টার দিকে গ্রামীণ ব্যাংকের বাউন্ডারি ঘেঁষে একটি ককটেল ছুড়ে মারেন মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি। ককটেল বিস্ফোরণের পর তারা পালিয়ে যান। মোটরসাইকেলে থাকা দুজনের মাথায় হেলমেট ছিল।

এদিকে, সোমবার সকাল ৭টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডে প্রবর্তনা’য় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে প্রবর্তনার ভেতরে একটি এবং রাস্তার উপর আরেকটি ককটেল নিক্ষেপ করে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ বলেন, সকালের দিকে গলির ভেতরে প্রবর্তনা লক্ষ্য করে দুষ্কৃতকারীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ