নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক (ঠাকুরগাঁও), এবিসিনিউজবিডি, (১০ নভেম্বর) : নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ হওয়া, দেশের সর্বনাশ হওয়া বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘এখন একটা নির্বাচিত সরকার খুবই দরকার। আমরা চাই, অন্তর্বর্তী সরকার আর কোনো কালবিলম্ব না করে নির্বাচনি তফসিল ঘোষণা করার ব্যবস্থা করবে। দেশে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। এটাই আমাদের আসল চাওয়া।’
সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড এই সভার আয়োজন করেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটি চক্র, একটি মহল যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যোগসাজশে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, তাদের পরিবারদের হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল খান বাহিনীর হাতে। তাদের সঙ্গে কি এদেশের মানুষ আপস করতে পারে?’
