ঘুমিয়ে কটাক্ষের শিকার ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৯ নভেম্বর) : সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে জনসমক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুমিয়ে পড়া অবস্থার কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, কখনও ট্রাম্পের চোখ বন্ধ হয়ে আসছে, আবার কখনও তিনি চোখ খোলা রাখতে রীতিমত লড়াই করছেন। কয়েকবার তো তিনি হাত দিয়ে চোখও ঘষলেন।

এর আগে জনসমক্ষে ঘুমিয়ে যাওয়া এবং ক্লান্ত দেখানোর ঘটনার সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে “স্লিপি জো” (ঘুমকাতুরে জো) বলে কটাক্ষ করেছিলেন ট্রাম্প। কিন্তু এবার নিজেই সেরকম পরিস্থিতি সৃষ্টি করেলেন তিনি।

শনিবার (৮ নভেম্বর) এসব ছবি দেখে ট্রাম্পের বিরোধীরা প্রশ্ন তুলেছেন- তবে কি ট্রাম্প অফিসে দায়িত্ব পালনের সময় ঘুমিয়ে পড়েছিলেন? অন্যদিকে হোয়াইট হাউস দাবি করেছে, ট্রাম্প ঘুমিয়ে পড়েননি— বরং পুরো সময় বক্তব্য দিয়েছেন ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।

সিএনএন বলছে, গত বৃহস্পতিবার ওভাল অফিসের রেজলিউট ডেস্কের পেছনে বসে ওজন কমানোর জনপ্রিয় ওষুধের দাম কমানোর ঘোষণা দেওয়ার সময় ট্রাম্প এই কাণ্ড ঘটান। এসময় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারাও তার পাশে ছিলেন।

এই দৃশ্য ছড়িয়ে পড়তেই সমালোচকরা বেশ দ্রুতই প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের প্রেস অফিস এক্স (টুইটার)–এ সেই ছবি শেয়ার করে লেখে, “ঘুমকাতুরে ডন ফিরে এসেছে”।

তবে হোয়াইট হাউস এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। প্রেস সচিব টেলর রজার্স এক বিবৃতিতে সিএনএনকে বলেন, “প্রেসিডেন্ট ঘুমিয়ে পড়েননি। তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। এ ঘোষণার মাধ্যমে প্রেসিডেন্ট এমন দুটি ওষুধের দাম ঐতিহাসিকভাবে কমিয়েছেন, যা ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য জটিলতায় ভোগা আমেরিকানদের জীবন বাঁচাতে সহায়ক হবে। অথচ ব্যর্থ উদারপন্থি গণমাধ্যম এসব ইতিবাচক খবর না ছড়িয়ে অযথা কুৎসা রটাচ্ছে।”

রজার্স আরও বলেন, ট্রাম্প নিয়মিত জনসমক্ষে উপস্থিত হন এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ সময় কথা বলেন। প্রশাসনের কর্মকর্তারাও তার সহনশীলতা ও কর্মোদ্যমের প্রশংসা করে জানান, তিনি দিনের যেকোনো সময় ফোন করেন বা বার্তা পাঠান।

সিএনএন বলছে, ঘটনার একদিন আগে ট্রাম্প মায়ামিতে এক ঘণ্টারও বেশি সময়ের অর্থনৈতিক বিষয়ে ভাষণ দেন। এর আগে তিনি তিনটি এশীয় দেশ সফর শেষ করে দেশে ফিরে এসেছিলেন।

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্ন উঠছে। ৭৯ বছর বয়সী ট্রাম্প গত মাসে জানান, তিনি ওয়াল্টার রিড মিলিটারি মেডিকেল সেন্টারে শারীরিক পরীক্ষার অংশ হিসেবে এমআরআই করিয়েছেন। তবে কেন করেছেন তা বলেননি।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে চিকিৎসকেরা তাকে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সিতে আক্রান্ত বলে শনাক্ত করেছেন। এমন একটি সমস্যা যেখানে শিরার ভালভগুলো ঠিকভাবে কাজ না করায় রক্ত জমে থাকে।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ