নিবন্ধনের দাবিতে তারেকের অনশন চলছে
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ নভেম্বর) : আমজনতার দল-এর নিবন্ধনের দাবিতে নির্বাচন ভবনের সামনে আজও অনশন অব্যাহত রেখেছেন দলটির সদস্যসচিব মো. তারেক রহমান।
গত ৪ নভেম্বর ইসি ঘোষিত নিবন্ধনপ্রাপ্ত দলের তালিকায় নিজ দলের নাম না থাকায় ক্ষুব্ধ হয়ে ওই দিন বিকেল থেকে নির্বাচন ভবনের মূল ফটকের সামনে অনশন শুরু করেন তিনি।
রবিবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মূল গেটের সামনে দেখা যায়, তারেক রহমানের হাতে স্যালাইন লাগানো অবস্থায় শুয়ে আছেন। আজ তেমন কথাও বলছেন না। তার আশেপাশে মানুষের ভিড়। কেউ আসছেন সংহতি জানাতে, কেউ আসছেন কেবলই তাকে দেখতে।
একই দাবিতে নির্বাচন ভবনের সামনেই অবস্থান কর্মসূচি চালাচ্ছে ‘মৌলিক বাংলা’ ও ‘জনতার শক্তি পার্টি’।
এসব দলের কর্মসূচির বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে চিঠি দিয়ে নিবন্ধন না দেওয়ার কারণও জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, দুটি জেলা ও ৬৭টি উপজেলা অফিস না থাকায় ‘আমজনতার দল’ নিবন্ধনের শর্ত পূরণ করতে পারেনি।
তবে তারেকের দাবি, ‘আমাদের সব জেলা ও উপজেলায় সক্রিয় কার্যালয় রয়েছে। ইসির তদন্ত কর্মকর্তারা ভুল প্রতিবেদন দিয়েছেন।’
তারেক আরও বলেন, ‘আমি অসুস্থ হয়ে যাচ্ছি। ইসির একজন যুগ্মসচিব এসে কথা শুনেছেন, কিন্তু কোনো জবাব দেননি। কমিশন আমাদের আবেদন আদালতে নিতে বলছে, কিন্তু নির্বাচন সামনে- এখন আদালতে যাওয়া সম্ভব নয়। আমরা মাঠে থাকব, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবে।’
তার এই অনশন কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপি, গণঅধিকার পরিষদসহ কয়েকটি রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
‘আমজনতার দল’-এর পাশাপাশি একই দাবিতে ইসি ভবনের সামনে ‘মৌলিক বাংলা’ ও ‘জনতার শক্তি’ নামের দুটি দলের নেতা-কর্মীরাও অবস্থান কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে মৌলিক বাংলার নেতা ছাদেক আহম্মেদ সজীব বলেন, ‘ইসি এখনো আওয়ামী লীগমুক্ত হয়নি। নিবন্ধন প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও স্বেচ্ছাচারিতা স্পষ্ট।’
ইসির শেষ ঘোষণায় তিনটি নতুন দল- ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’, ‘বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’ এবং ডেসটিনির রফিকুল আমীনের ‘আমজনগণ পার্টি’ এবার নিবন্ধন পেয়েছে।
