কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা, ৬৫ হাজার স্কুলে পাঠদান বন্ধ

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৯ নভেম্বর) : বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে দেশের প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে এ কর্মবিরতি শুরু করেছেন তারা।

একই সঙ্গে কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দিয়েছেন তারা।

শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এই কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাশেম।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা নিয়ে শাহবাগে গিয়েছিলাম। শাহবাগে পুলিশ ব্যারিকেড দেয়। আমরা শিক্ষকদের সঙ্গে কথা বলতে গেলে একপর্যায়ে পুলিশ আমাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিপেটা করে। আমাদের শিক্ষক মাহবুবুর রহমান চঞ্চলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের দুই শতাধিক ভাইবোন আহত হয়েছেন।’

আবুল কাশেম বলেন, ‘আমরা তো অন্যায় কিছু দাবি করিনি, আমরা তো তাদের ব্যারিকেড ভাঙিনি, তাহলে কেন এই হামলা চালানো হলো? তাই দাবি না মানা পর্যন্ত আমরা শহিদ মিনার ছাড়ছি না। গ্রেপ্তারকৃতদের যদি মুক্তি দেওয়া না হয়, রবিবার থেকে সারা বাংলাদেশের সব প্রাথমিক বিদ্যালয় লাগাতার কর্মবিরতি পালন করা হবে। তাতেও যদি দাবি পূরণ না হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানো হবে।’

এর আগে, বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচিতে শিক্ষকদের ওপর লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে অন্তত ১২০ জন শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে।

শিক্ষকদের তিন দাবি হলো:

১️. সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।

২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান।

৩️. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ