জাহানারার যৌন নিপীড়নের অভিযোগ, সবাইকে মুখ খোলার আহ্বান তামিমের

ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ নভেম্বর) : যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ এনেছেন বাংলাদেশ নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। বলেছেন, নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলাম তাকে অশালীন প্রস্তাব দিয়েছিলেন। যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধেও। জাহানারার দাবি, অভিযোগ করলেও তৎকালীন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন কোনো ব্যবস্থা নেননি।

জাহানারার অভিযোগুলো আলোচনা-সমালোচনার ঢেউ তুলেছে দেশের ক্রিকেট পাড়ায়। নড়েচড়ে বসেছে বিসিবিও। ইতোমধ্যে গঠন করেছে একটি তদন্ত। কমিটি। এরই মধ্যে আওয়াজ তুললেন তামিম অধিনায়ক। সবাইকে মুখ খোলার আহ্বান জানিয়েছেন তিনি। আজ শুক্রবার (৭ নভেম্বর) ফেসবুকে লেখা তামিমের পোস্টটি হলো-

জাহানারা আলম যে অভিযোগগুলো তুলেছেন, সবগুলোই গুরুতর এবং সেসব সত্যি হলে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।

শুধু একজন জাতীয় ক্রিকেটার বা সাবেক অধিনায়ক বলেই নয়, যে কোনো পর্যায়ের ক্রিকেটার হোক বা যে কোনো খেলার ক্রীড়াবিদ কিংবা যে কোনো নারী, কারো প্রতিই এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে বটে। তবে আমি মনে করি, এসব অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় ক্রীড়া পরিষদ কিংবা সরকারী পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবি সংশ্লিষ্ট কেউ থাকবেন না, যাতে বিন্দুমাত্র পক্ষপাতের সুযোগ না থাকে। যত দ্রুত সম্ভব এই কমিটি গঠন করা উচিত ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাপারটিকে দেখা উচিত। দ্রুততার সঙ্গে তদন্ত শেষ করে দোষী যে-ই হোক, যার যতটুকু দায় থাকুক, উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

কয়েকদিন আগে জাতীয় দলের পরিবেশ নিয়েও জাহানারা কিছু অভিযোগ করেছেন, যা বিসিবি পরে উড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার যখন দল নিয়ে এত গুরুতর অভিযোগ করেন, সেসব অবশ্যই খতিয়ে দেখা উচিত। কিন্তু যাচাই না করেই বিসিবি যেভাবে অতি দ্রুত উড়িয়ে দিয়েছে, কখনোই তা কাম্য নয়।

জাহানারার অভিযাগের পর আরও বেশ কিছু ঘটনার কথা জানতে পারছি নানা মাধ্যমে। আমি প্রতিটি নারী ক্রিকেটারকে অনুরোধ করব, যারা নানা সময়ে এসব ঘটনার শিকার হয়েছেন, সেটা সরাসরি হোক বা আকারে-ইঙ্গিতে, যে কোনোভাবে হেনস্তার শিকার হয়েছে, সবাই মুখ খুলবেন এবং সাহস নিয়ে এগিয়ে আসবেন। দেশের ক্রিকেট তথা ক্রীড়াঙ্গনের স্বার্থে, বর্তমান আর ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটা প্রয়োজন। কথা দিচ্ছি, আমাকে ও আমাদেরকে আপনাদের পাশে পাবেন।

জাহানারার অভিযোগগুলোর প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা যদি না নেওয়া যায়, যদি ন্যায়বিচার নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কোনো মেয়ে ক্রিকেট বা যে কোনো খেলায় আসতে ভয় পাবে, খেলাকে পেশা হিসেবে বেছে নিতে পিছপা হবে। আমরা সেটা হতে দিতে পারি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ