পাকিস্তানকে উড়িয়ে দিলো ভারত

ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২২ সেপ্টেম্বর) : সীমান্ত সংঘাতে দুদল হয়তো সমানে সমান অথবা উনিশ-বিশ। সীমান্তে এক পক্ষ হামলা চালালে অন্য পক্ষও পাল্টা দাগা দিতে দেরি করে না। কিন্তু ক্রিকেটে এখন আর সেই অবস্থা নেই। বৈশ্বিক টুর্নামেন্টে এক যুগ ধরে মুখোমুখি লড়াইয়ে জয়ের ঝান্ডা উড়িয়ে ধরেছে কেবল ভারতই। পাকিস্তানকে টানা ৬ ম্যাচে হারালো তারা।

এবারের এশিয়া কাপেও তার ব্যত্যয় ঘটলো না। গ্রুপ পর্বে বড় জয়ের পর সুপার ফোর পর্বে ৬ উইকেটের সহজ জয় পেলো সুরিয়াকুমারের দল। এই জয়ে ভারত এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গেলো।

দুবাইয়ে এদিনও টস শেষে হাত মেলাননি দুই দলের অধিনায়ক। যেখানে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ১৫ রানে ফেরেন ফখর জামান। দ্বিতীয় উইকেটে ৭২ রানের পার্টনারশিপ গড়েন শাহিবজাদা ফারহান ও সাইম আইউব। জুটি ভাঙ্গে সাইম ২১ রানে সাজঘরে ফিরলে। টিকতে পারেননি হুসেইন তালাত। আর শিভাম দুবের দ্বিতীয় শিকারে পরিণত হন ৫৮ রান করা ফারহান।

দ্রুত উইকেট হারিয়ে রানের গতি কমে যায় পাকিস্তানের। ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। তবে শেষ দিকে সালমান আগার ১৩ বলে ১৭ ও ফাহিম আশরাফের ৮ বলে ২০ রানের ক্যামিওতে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানের পুঁজি পায় পাকিস্তান।

ভারতের হয়ে ৩৩ রানে ২টি উইকেট নেন শিভাম দুবে। ১টি করে উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া ও কুলদীপ ইয়াদভ।

১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার যেন পাকিস্তানি বোলারদের ওপর টর্নেডো বইয়ে দেন। দুই ওপেনার অভিষেক শর্মা ও শুবমান গিল পাওয়ার প্লেতে তোলেন ৬৯ রান। ৮.৪ ওভারেই তারা দলের রান ১০০ তে নিয়ে যান। ১০৫ রানে এই জুটি ভাঙ্গেন পাকিস্তানি অলরাউন্ডার ফাহিম আশরাফ। গিলকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। ভারতের টেস্ট অধিনায়ক ২৮ বলে করেন ৪৭ রান।

পাঁচ বলের মধ্যে দ্বিতীয় উইকেট পায় পাকিস্তান। সুরিয়াকুমার ইয়াদভকে শূন্য হাতে ফেরান হারিস রউফ। ছক্কা মারতে গিয়ে সীমানায় ক্যাচ দেন ভারত কাপ্তান। এরপর অভিষেক শর্মাকে ফেরান স্পিনার আবরার আহমেদ। ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন এই ওপেনার।

ভারতের রান যখন ১৪৮, তখন সাঞ্জু স্যামসনকে (১৩) সরাসরি বোল্ড করেন হারিস। এরপর হার্দিক পান্ডিয়াকে (৭) নিয়ে বাকি কাজ সারতে কোনো সমস্যাই হয়নি তিলক বর্মার (১৯ বলে ৩০)। ৭ বল বাকি থাকতে ভারত পায় ৬ উইকেটের বড় জয়।

Leave a Reply

Facebook
ব্রেকিং নিউজ