সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ: রিফাতের হ্যাটট্রিকে সেমিতে বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক, এবিসি নিউজ, ঢাকা (২২ সেপ্টেম্বর) : সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও পাকিস্তানের মধ্যকার বিজয়ী দল।
রোববার (২১ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশের দুরন্ত জয়ে হ্যাটট্রিক করেছেন রিফাত কাজী। অন্য গোলটি এসেছে আরিফের পা থেকে।
ম্যাচের ১৮ মিনিটে আরিফের গোলে লিড নেয় বাংলাদেশ। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল করে বাংলাদেশ। তিনটি গোলই করেন কাজী রিফাত। ৪৮ মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে কোনাকুনি শটে গোল করেন। ৬৪ মিনিটে সাব্বির ইসলামের শট গোলরক্ষক আংশিক সেভ করেন। ফিরতি বলে রিফাত গোল করেন। ৮৮ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন রিফাত। অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বা পায়ে বল রিসিভ করে দুর্দান্ত দক্ষতায় নিজের হ্যাটট্রিক ও দলের ৪-০ গোলের জয় নিশ্চিত করেন তিনি।
এর আগে, নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৪-০ গোলে হারিয়েছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। এ ম্যাচ দিয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করলো শতভাগ সফলভাবে।