২ মাসে এনবিআরের রাজস্ব আদায়ে ঘাটতি ৬৫৭৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসি নিউজ, (২২ সেপ্টেম্বর) : গত জুলাই–আগস্টের শুল্ক–কর আদায়ের হালনাগাদ চিত্র রোববার (২১ সেপ্টেম্বর) প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানিয়েছে, জুলাই–আগস্টে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছিল ৬১ হাজার কোটি টাকা। আদায় হয়েছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। রাজস্ব আদায়ে ঘাটতি ৬ হাজার ৫৭৭ কোটি টাকা।
হিসাব অনুযায়ী লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ কম রাজস্ব আদায় হয়েছে বলে জানিয়েছে এনবিআর।