মহাখালীর এসকেএস শপিং মলে চলছে বিপনি উৎসব

তাসনীয়া আজাদ লাভলী, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৭ মার্চ ২০২১) : রাজধানীর মহাখালীতে সেনা কল্যাণ সংস্থার নির্মিত এসকেএস শপিং মলে চলছে বিপনি উৎসব। রাওয়া ক্লাব সংলগ্ন নতুন এ শপিং মলটি গত ২০ মার্চ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উদ্ভোধন করেন। এর পর দিন থেকে অসাধারণ এ শপিং মল’এ ক্রেতা-সাধারণদের দৃষ্টি কারতে ২১ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ৭ দিনব্যাপী জমজমাট মেলার আয়োজন করা হয়। আজই মেলার শেষ দিন। শপিং মলের চারতলা এবং নিচতলায় আয়োজিত এ মেলায় বুটিক ও জুয়েলারী ছাড়াও বেশকিছু খাবারের স্টল স্থান পেয়েছে।

চার তলায় ফুডকোর্টের পাশে মেলায় প্রায় এক ডজন স্টলে ব্যাপক ক্রেতা সমাগম হতে দেখা যায়। এখানে মেলার স্টলের পাশে প্রতিদিনই আয়োজন করা হয় মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। দেশের বিশিষ্ট সংগীত শিল্পী ও ব্যান্ড দল এতে অংশ নেয়। গতকাল স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দল ডিফরেন্ট টাচ। আজ শেষ দিনে চিরকুট ব্যান্ড দল সংগীত পরিবেশন করার কথা রয়েছে। নতুন এ শপিং মলের ব্রান্ড, মেলা ও সংগীত সন্ধ্যার পুরো আয়োজনে আছেন SAM’s প্রপাইটর মো. সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ