শাহবাগ থানার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা করাল ছাত্ররা

মোস্তাফিজুর রহমান সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনে রাজধানীর শাহবাগ থানার গাড়ির চালক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করাল ছাত্ররা।

আগের দিনগুলোর মতো ৪ আগষ্ট শনিবারও রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে বাংলামোটর শাহবাগ থানার একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঠ ১১-৭৮১৪) থামিয়ে চালকের কাছে লাইসেন্স দেখাতে বলেন ছাত্ররা। চালক কনস্টেবল হাবিব লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তাকে বাংলামোটর পুলিশ বক্সে নিয়ে যান তারা। সেখানে ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে তার বিরুদ্ধে মামলা দেন সার্জেন্ট রেজওয়ান।

মামলা দেয়ার আগে রেজওয়ানকে কনষ্টেবল হাবিব বলেন, তার লাইসেন্স রয়ে গেছে রাজশাহীতে। ছুটি না থাকায় তা আনতে যেতে পারিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ