শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ ঢাবি ছাত্রলীগের

মোস্তাফিজুর রহমান সুমন, জ্যেষ্ঠ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা (৪ আগষ্ট ২০১৮) : রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা।

আন্দোলনের সপ্তম দিনে ৪ আগষ্ট শনিবার দুপুরে শাহবাগে চকলেট খাইয়ে শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রলীগের এ শাখা। ছাত্রলীগের নেতারা শিক্ষার্থীদের চকলেট খাওয়ানোর পর আন্দোলন শিক্ষার্থীরা ছাত্রলীগের নেতাদের চিপস খাওয়ান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন। এ ছাড়াও মিরপুর, শনির আখড়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার দাবি করেন তারা।

জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, আমাদের ইউনিটে কেউ কোনো শিক্ষার্থীর ওপর হামলা করেনি। যারা বাইরে হামলা করেছে আমরাও তাদের বিচার চাই। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগকে অনুরোধ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ