মাদকের বিষয়ে পত্রিকায় প্রকাশিত তালিকা সঠিক নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মাদকের গডফাদার বা পৃষ্ঠপোষকদের বিষয়ে পত্রিকায় প্রকাশিত তালিকা সঠিক নয়।
৩১ মে ২০১৮ (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে মাদকের গডফাদার বা পৃষ্ঠপোষকদের বিষয়ে পত্রিকায় যে তালিকা প্রকাশিত তা সঠিক কিনা এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পত্রিকায় প্রকাশিত তালিকা সঠিক নয়। আইন-শৃঙ্খলা বাহিনীর তালিকা গোপন থাকারই কথা। এটা অবশ্যই গোপনীয় বিষয়। অভিযানের আগে তা কোন ভাবেই প্রকাশ হওয়ার কথা নয়।’

মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতিতে চলমান অভিযান নিয়ে এরইমধ্যে বির্তকের সৃষ্টি হয়েছে। এ নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) ভূমিকা নিয়ে কোনো কোনো মহল প্রশ্ন তুলেছে। তাই সংসদীয় কমিটি থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘বিতর্কের ঊর্ধ্বে থেকে’ এবং ‘সতর্কভাবে’ অভিযান পরিচালনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে এ বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার বৈঠকে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ