বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রাম ডেস্ক, এবিসিনিউজবিডি,

ঢাকা : পবিত্র রমজানে বাজার নিয়ন্ত্রণ ও ভোগ্যপণ্যে ভেজাল প্রতিরোধে চট্টগ্রামের বিভিন্ন বাজার মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নগরীতে মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে নেমেছে জেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ টিম।

এসব টিম বিভিন্ন বাজারের দাম মনিটর করছে। যে কোনো রকম অসাধুতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসন।

৮ জুন (বুধবার) অভিযানের দ্বিতীয় দিন  সকাল থেকে দেশের বৃহত্তর পাইকারি বাজার খাতুনগঞ্জে এ অভিযান চলছে। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে অভিযান শুরু হয়েছে। অভিযানে চিটাগাং চেম্বার নেতৃবৃন্দ এবং খাতুনগঞ্জের ব্যবসায়ী নেতৃবৃন্দ ছাড়াও র‌্যাব পুলিশের টিম রয়েছে। সকাল থেকে অভিযান শুরুর পর বেশ কয়েকজন ব্যবসায়ীকে বিভিন্ন অভিযোগে জরিমানা ও সাজা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, তিনি খাতুনগঞ্জের কৃষিব্যাংক এলাকায় আছেন। সেখানে অভিযান চলছে।

এর আগে মঙ্গলবার প্রথম দিন নগরীর রেয়াজুদ্দিন বাজার, কাজির দেউড়িসহ বিভিন্ন বাজারে অভিযানে বিভিন্ন অপরাধে ১০ জনকে শাস্তি ও জরিমানা করেন আদালত। এর মধ্যে তিনজন আড়তদার, পাইকারি বিক্রেতা ও খুচরা বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়, চারজনকেজরিমানা করা হয় এবং তিনজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে ।

জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা প্রশাসকের কার্যালয়ের বাজার মনিটরিং সংক্রান্ত বিভিন্ন সভায় বিভন্ন পর্যায়ের ব্যবসায়িক নেতৃবৃন্দ বাজারকে স্থিতিশীল রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে ভিন্নচিত্র পাওয়া যায়নি। রিয়াজউদ্দিন বাজারে অনেক ব্যবসায়ী নেতাই দাম বৃদ্ধির সঙ্গে জড়িত বলে প্রতীয়মান হয়েছে। তাদের কড়া ভাষায় সতর্ক করা হয়েছে। এমন প্রবণতা ভবিষ্যতে পেলে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তাদের হুঁশিয়ার করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ