বান্দরবানে ইউপি চেয়ারম্যান প্রার্থীকে গুলি করে হত্যা

বান্দরবান প্রতিনিধি, এবিসিনিউজবিডি,
বান্দরবান জেলার রুমা উপজেলার গ্যালেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শান্তিপ্রিয় ত্রিপুরাকে (৩৮) বাসা থেকে ডেকে নিয়ে গুলি কওে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২১ মর্চ (সোমরার) ভোর রাতে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা।

এলাকাবাসীরা জানান, গত রাতে এক দল অস্ত্রধারী রামদোপাড়া এলাকায় এসে এবারের তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান প্রার্থী শান্তি প্রিয় ত্রিপুরাকে ঘর থেকে ডেকে নিয়ে রামদোপাড়া এবং মঘাপাড়া এলাকার মাঝামাঝি স্থানে গুলি করে হত্যা করে চলে যায়। তিনি জেএসএসের সমর্থক ছিলেন। কিন্তু বর্তমানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় ধাপের ইউপি চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু চাহেল তস্তরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ