৬ জনকে কুপিয়ে জখম মতিঝিলে

প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: রাজধানীর মতিঝিলের টিএন্ডটি কলোনির একটি ক্লাবে ঢুকে ৬ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আবু মনসুরের নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল এ হামলা চালায়।

জানা গেছে, শনিবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার ব্যক্তিরা এসময় ক্লাবটিতে খেলাধুলা করছিলেন। তাদেরকে কাউন্সিলরের বাহিনী এলোপাতাড়ি কুপিয়ে জখন করে। আহতদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-হাসিবুল হক শান্ত (২০), সালাহ উদ্দিন (২২), শাকিল (২০), নিয়ামুল হক (১৯), টুটুল (২১), শুভ দাস (২১)। এদের মধ্যে শান্ত ও সালাহ উদ্দিনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

আহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, এরা সবাই ওই ক্লাবে খেলাধুলা করে। কাউন্সিলরের লোকেরা বিভিন্ন সময় তাদেরকে মিছিল-সমাবেশে যাওয়ার জন্য ডাকলে তারা যায়নি। এজন্যই তাদের ওপর হামলা করা হয়েছে।

মতিঝিল থানার এসআই ফরমান আলী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি। এর বেশি এখন কিছু বলতে পারবো না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ