বিদায় দিলেও নিচ্ছি না: শামিম চৌধুরী

সাইফুর রহমান, প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা: সদ্য নিয়োগ পাওয়া পিআইডি’র প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামিম চৌধুরী বলেছেন, আমাকে বিদয় দিলেও নিচ্ছি না। ‘চাকরির এগারো মাস বাকি আছে’ এরপরও আসব জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউটে।

সোমবার, ২৯ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় গনমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত তার বিদায় অনুষ্ঠানে আবেগতাড়িত হয়ে তিনি একথা বলেন।

জনাব চৌধুরী বলেন, প্রায় সাড়ে আটমাস এই প্রতষ্ঠানে কর্মরত থেকে কারো সাথে সস্পর্ক হানি হয়নি। বিদায়ী সহ-কর্মীদের উদ্দেশ্যে বলেন এভাবে নিজেদের মধ্যে সু-সম্পর্ক বজায় রাখতে হবে। ১৯৮০ সালে প্রতিষ্ঠিত আমাদের এই শীর্ষ প্রতিষ্ঠান । এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে ।

শামীম চৌধুরী এর আগে বাংলাদেশ বেতারের মহা-পরিচালক , বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহা-পরিচালক, প্রধান তথ্য কর্মকর্তা ছড়াও প্রধানমন্ত্রীর প্রেসসচিব পদে দায়িত্বে ছিলেন।

বিদায় অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইনিস্টিটিউটের অতিরিক্ত মহা-পরিচালক শচীন্দ্র নাথ হালদার,  উপ-পরিচালক ওলিউর রহমান, উপ-পরিচালক শারকে চামান খান, উপ-পরিচালক রওনক জাহান, উপ-পরিচালক শেখ মুহাম্মদ রেফাত আলী সহ প্রাক্তন শিক্ষার্থী ও প্রতষ্ঠানের সকল কর্মচারী কর্মকর্তাগন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ