ঝিনাইদহে হত্যা মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

ঝিনাইদাহ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সেলুন ব্যবসায়ী আকিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সেন্টু মিয়া নিহত হয়েছেন।

জানা গেছে, সোমবার মহেশপুর থানার পুলিশ সেন্টু মিয়াকে কুষ্টিয়া শহর থেকে গ্রেফতার করে। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে মহেশপুর উপজেলার হলদিপাড়া মাঠে গেলে সেন্টুর মিয়ার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে সেন্টু মিয়ার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব জানান, লাশ

ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। সেন্টু মিয়া সেলুন ব্যবসায়ী আকিমুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ