বইমেলায় আগুন দেওয়ার চেষ্টা

বিশেষ প্রতিবেদক, এবিসিনিউজবিডি,
ঢাকা : একুশের বইমেলায় শিশু কর্নারের পাশের একটি স্টল পুড়িয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ২২ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা সোয়া ৬টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে প্লাটফর্ম নামে প্রকাশনীর ৪৯২ নম্বর স্টলে এই আগুন দেওয়ার চেষ্টা হয়।
স্টলের বিক্রয়কর্মী প্রসেনজিৎ রায় এবিসিনিউজবিডিকে বলেন, ‘স্টলের পেছন দিকে কাগজ জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আমরা পেট্রোলের গন্ধ পেয়েছি।’

প্রথমে নিজেরা চেষ্টায় আগুন নেভাতে চেষ্টা করেন স্টলকর্মীরা। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে স্টলের তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

প্রসেনজিৎ বলেন, ‘সিসি ক্যামেরার ছবি দেখে পুলিশ দুজনকে ডিটেক্ট করতে পেরেছে। তাদের একজনের মুখে দাড়ি ছিল।’

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ এবিসিনিউজবিডিকে বলেন, ‘সিসি ক্যামেরার ছবিতে ধরা পড়েছে, দুজন তরুণ আগুন দেওয়ার চেষ্টা করেছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলেছেন, এদেরকে অবশ্যই খুঁজে বের করতে পারবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ