উত্তরায় বাকপ্রতিবন্ধি কিশোরের বিদ্যুৎের তারে জড়িয়ে মৃত্যু, গ্রেফতার এক

মনির হোসেন মিন্টু, সিনিয়র রিপোর্টার, এবিসিনিউজবিindexডি,
ঢাকা : রাজধানীর উত্তরায় বিদ্যুৎের তারে জড়িয়ে রাসেল (১২) নামে এক বাকপ্রতিবন্ধি কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে নিহত রাসেলের পিতার দায়ের করা মামলায় শনিবার গভীর রাতে নুরুল ইসলাম সরকার নামে এক ব্যক্তিকে আটক করেছে দক্ষিনখান থানা পুলিশ।

মামলার অভিযোগে জানা গেছে, উত্তরার দক্ষিনখান থানার ৪৩১, বারেক ভান্ডারী সড়কে মুক্তির বাড়িতে তরকারী বিক্রেতা মোহাম্মদ আলী ওরাফে মোকাররম স্ত্রী ও বাকপ্রতিবন্ধী রাসেলকে নিয়ে ভাড়া থাকতেন। গত ১৯ অক্টোবর দুপুর আনুমানিক সোয়া ১২টার সময় রাসেল এই থানার মৃত: ইসমাইল মেম্বারের বাড়ির ভেতর দিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে নিরাপত্তার জন্য ফেলে রাখা বিদ্যুৎের তারে জড়িয়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা রাসেলকে উত্তরার বাংলাদেশ মেডিকেলে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, রাসেলের মৃত্যুর পর মৃত ইসমাইল মেম্বরের প্রভাবশালী দুই পুত্র মাসুম দেওয়ান ও শামীম দেওয়ান রাসেলের পিতাকে ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা দিয়ে লাশ দেশের বাড়ি কিশোরগঞ্জে নিয়ে দাফন দিতে বলে। মাসুম দেওয়ানের স্ত্রী লাশ বহনের জন্য একটি এম্বুলেন্সও ভাড়া করে দেয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। অভিযোগে আরো বলা হয়, এ কারনেই রাসেলের পিতা মোহাম্মদ আলী ওরাফে মোকাররম বিষয়টি থানা পুলিশকে জানাতে পারেননি।

দক্ষিনখান থানার তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাফিজ জানান, দেওয়ান পাড়ার ইসমাইল মেম্বারের বাড়ির নিরাপত্তার জন্য দেওয়াল ও এর আশপাশে বিদ্যুৎের তার ফেলে রাখার অভিযোগ পাওয়া গেছে। সম্ভবত এই তারে জড়িয়েই বাকপ্রতিবন্ধি রাসেলের মৃত্যু হয়েছে। এ বিষেয়ে রাসেলের পিতার মামলা (মামলা নং- ১৭) দায়েরের পর শনিবার গভীর রাতে নুরুল ইসলাম সরকার নামে একজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। নুরুল ইসলাম টাকা দেওয়ার বিষয়ে মধ্যস্ততা করেছিলেন বলেও জানান এসআই মুস্তাফিজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ