দুভাগ হয়ে যাচ্ছে সিমানটেক

symantecতথ্য-প্রযুক্তি ডেস্ক, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ যুক্তরাষ্ট্রভিত্তিক সফটওয়্যার নির্মাতাপ্রতিষ্ঠান সিমানটেক দুই ভাগে ভাগ হয়ে আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করবে। জনপ্রিয় অ্যান্টিভাইরাস নরটনের নির্মাতাপ্রতিষ্ঠান হিসেবেই অধিক পরিচিত সিমানটেক দুটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ব্যবসা করবে। এই প্রতিষ্ঠানটির একটি হবে সিকিউরিটি সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান ও অপরটি হবে স্টোরেজ বা তথ্য সংরক্ষণ সেবাদাতা প্রতিষ্ঠান।

সম্প্রতি বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সিমানটেকের মতো সম্প্রতি আরও কয়েকটি প্রতিষ্ঠান তাদের প্রতিষ্ঠান পরিচালনার সুবিধার্থে তা ভেঙে ফেলে আলাদাভাবে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এইচপি ও ইয়াহু এর আগে এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

বাজার গবেষকেরা ধারণা করছেন, সিকিউরিটি ও স্টোরেজ দুটি আলাদা প্রতিষ্ঠান করায় বর্তমানে বাজারে ধুঁকতে থাকা সিমানটেক ক্রেতাদের কাছে নতুন করে আকর্ষণ তৈরি করবে।

বাজার গবেষণাপ্রতিষ্ঠান পাইপার জাফরির গবেষক অ্যান্ড্রু নোউইনস্কি বলেন, সিসকো এবং নেটঅ্যাপের মতো কয়েকটি প্রতিষ্ঠান সিমানটেককে অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে।

সম্প্রতি পিসি বিক্রি কমে যাওয়ায় সিমানটেকের মুনাফা কমে গেছে। এ ছাড়া স্টোরেজ ব্যবসায়ও ধুঁকতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। গত দুই বছরে সিমানটেক থেকে দুজন প্রধান নির্বাহীকে চাকরিও খোয়াতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ