লিবিয়ায় নিহত দুই ভাইয়ের মৃতদেহ দেশে পৌঁছেছে

libiya লিবিয়ারিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ দেশে এসে পৌঁছেছে লিবিয়ায় মিসাইল হামলায় নিহত শরীয়তপুরের দুই ভাই মোহাম্মদ মিলন ও মোহাম্মদ স্বপনের লাশ। শুক্রবার ভোর ৫টার দিকে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে মৃতদেহ দু’টি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে দুই ভাইয়ের মৃতদেহ গ্রহণ করেন তাদের বাবা আব্দুল কুদ্দুস ছৈয়াল। পরিবারের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে তখন এক হৃদয় বিদারক দৃ্শ্যের অবতারণা হয়। প্রসঙ্গত, লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে হাজার কিলোমিটার দূরে বেনগাজীতে ২১ জুন স্থানীয় সময় রাত সোয়া ১০টায় সামা লিবিয়া নামের একটি পানি বিশুদ্ধকরণ কারখানার আবাসিক ক্যাম্পে মিসাইল হামলায় মিলন ও স্বপন নিহত হয়। তারা শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সাবেরপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস ছৈয়ালের দুই ছেলে। রাতে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ ক্যাম্পের দেওয়ালে একটি মিসাইল আঘাত হানলে মারা যান তারা। ওই ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ সেখানকার ৩২ জন বাংলাদেশিকে নিরাপদে সরিয়ে নেয়। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাসে বেনগাজিতে গুলিবিদ্ধ হয়ে আর তিন বাংলাদেশি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ