কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ৮

 

af রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকা,

আফগানিস্থানের রাজধানী কাবুলে বুধবারের এ হামলায় আরো ১৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


কাবুলের পুলিশ প্রধানের মুখপাত্র হাসমত স্তানেকজাই জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন আফগান বিমান বাহিনীর কর্মকর্তা। সামরিক বাহিনীর বাসটিই হামলাকারীর লক্ষ্য ছিল বলে জানিয়েছেন তিনি।

কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে কড়া নিরাপত্তাধীন এলাকায় হামলাটি চালানো হয় বলেও জানিয়েছেন তিনি।

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্বের ভোট নিয়ে বিতর্কে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার মধ্যে হামলাটি চালানো হল।

দ্বিতীয় পর্বের দুই প্রার্থীর অন্যতম আফগানিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ অভিযোগ করেছেন, তার প্রতিদ্বন্দ্বী সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা আশরাফ ঘানিকে সুবিধা দিতে নির্বাচনে ব্যাপক কারচুপি করা হয়েছে।

বুধবার দ্বিতীয় পর্বের ভোটের ফলাফল ঘোষণার কথা রয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে তালেবান বিদ্রোহীরাই সাধারণত এ ধরনের আত্মঘাতী হামলাগুলো চালিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ