অস্ত্রসহ গ্রেপ্তার ৩

Faridpur Armes-Recoveryরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ফরিদপুরঃ ফরিদপুর শহরে গভীর রাতে একটি বাড়ি থেকে পিস্তল ও গুলিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।ফরিদপুরে এএসপি (সদর সার্কেল) কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে চকবাজার এলাকায় হিমাচল বসুর বাড়িতে এ অভিযান চালায় কোতোয়ালি থানা পুলিশ।

গৃহকর্তা হিমাচলসহ (২৫) গ্রেপ্তার অন্যরা হলেন, অরুপ বসু (৩৫) ও পুষ্প বসু (৪৫)।

এএসপি কামরুজ্জামান বলেন, হিমাচল বসুর আলমিরা থেকে দুটি পিস্তল ও সাতটি গুলি উদ্ধার হয়েছে। এসময় ওই তিন জন ছাড়াও হাবিব নামের একজন বাড়িটিতে ছিলেন। তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হন।

“হিমাচল ও হাবিব বেশ কিছুদিন ধরেই অস্ত্রের ব্যবসা করে আসছিল। তাদের বিষয়ে গোয়েন্দা নজরদারিও ছিলো।”

কোতোয়ালি থানার এসআই বিপুল কুমার দে জানান, আটকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।পলাতক হাবিবকেও এই মামলায় আসামি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ