খালেদাকে রুখতে হবে: ইনু

hasanul haque inu হাসানুল হক ইনুরিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সমাজতন্ত্রের ঝান্ডা হাতে জঙ্গিবাদের দোসর খালেদা জিয়াকে রুখতে হবে। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাম্যবাদী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড সুখেন্দু দস্তিদারের ৩৬তম স্মরণসভায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ সাম্যবাদী দল এ সভার আয়োজন করে। ইনু বলেন, খালেদা জিয়া ইতিহাস ও বঙ্গবন্ধুকে নির্বাসনে রেখে জাতির কাছে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি জিয়াকে প্রথম রাষ্ট্রপতি ও স্বাধীনতার ঘোষক হিসেবে বাজারজাত করার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি। সংগঠনের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়ার সভাপতিত্বে আরো ছিলেন- সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ