উস্কানি দিতেই খালেদা মুন্সীগঞ্জ যাচ্ছেন: রেলমন্ত্রী

Mujibul Haque মুজিবুল হকসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সমবেদনার নামে নতুন ষড়যন্ত্র করতে এবং উস্কানি দিতেই খালেদা জিয়া মুন্সিগঞ্জ যাচ্ছেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। বুধবার দুপুরে রাজধানীর গণগ্রন্থাগার সেমিনার হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গমাতা পরিষদ ঢাকা মহানগর শাখা এ আলাচনা সভার আয়োজন করে। মুজিবুক হক বলেন, ‘লঞ্চ ডুবি হয়েছে বেশ কয়েকদিন আগে আর খালেদা জিয়া আজ যাচ্ছেন মুন্সিগঞ্জ। এতদিন তিনি কোথায় ছিলেন? আসলে তিনি সেখানে সমবেদনা দিতে যাচ্ছেন না। সেখানে তিনি যাচ্ছেন সমবেদনার নামে নতুন করে ষড়যন্ত্র করতে আর নতুন করে উস্কানি দিতে।’ দেশের উন্নতিতে খালেদা জিয়া ঈর্ষান্বিত উল্লেখ করে তিনি বলেন, ‘এখন দেশে কোন খাদ্যের অভাব নেই। অতিরিক্ত খাদ্য মজুদ আছে। দেশে কোনো মঙ্গা নেই, খরা নেই। এজন্যই খালেদা জিয়া হিংসা করছে। সে এখন স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে দেশে নতুন ষড়যন্ত্র করছে। দেশের সবাই যেখানে খুশি সেখানে শুধু খালেদা জিয়াই অসুখি।’ তিনি বলেন, ‘আজ রাজনীতি শান্ত রয়েছে, রাজপথ শান্ত রয়েছে। কিন্তু খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের সঙ্গে নিয়ে রাজনীতি আর রাজপথকে অশান্ত করে তুলছে। তাই তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’ সংগঠনের উপদেষ্টা হাসান জামিল সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, সোহেলী পারভিন মনি, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সফিউদ্দিন সফি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ