মোদিকে খালেদা জিয়ার অভিনন্দন

khaleda jia Zia খালেদা জিয়া অফিসস্টাফ রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল বিজয়ে নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। শুক্রবার বেলা ১১টার দিকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। লোকসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এ এনডিএ জোট। নরেন্দ্র মোদি জোটের প্রধানমন্ত্রী প্রার্থী। সকালে ভোট গণনা শুরু হওয়ার পর থেকে অনানুষ্ঠানিক ফলাফলে এ পর্যন্ত প্রয়োজনীয় ২৭২টি আসনে জয় পেয়েছে এনডিএ’র প্রার্থীরা। অবশ্য এখনো আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছে, বিজেপি নেতৃত্বাধীন এ জোট তিনশ’র বেশি আসনে জয় পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ