নারায়ণগঞ্জে ৫ কর্মকর্তা প্রত্যাহারের সুপারিশ

narayongonj 4 kidnapসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মনোজ কান্তি বড়ালসহ প্রশাসনের পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারের সুপারিশপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছানো হয়েছে।

অপর চার জন হলেন পুলিশ সুপার নুরুল ইসলাম, র‌্যাব-১১ এর কমান্ডিং অফিসার কর্নেল তারেক সাঈদ সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন এবং ফতুল্লা থানার ওসি আখতার হোসেন।

সম্প্রতি নারায়ণগঞ্জে প্যানেল মেয়র নজরুল ইসলাম এবং আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে অপহরণের ঘটনায় তাদের প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, এখনও আমাদের হাতে কাগজপত্র এসে পৌঁছায়নি। তবে এসব কর্মকর্তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। আনুষ্ঠানিকতার জন্য সুপারিশপত্র প্রধানমন্ত্রীর দফতরে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ