বৃষ্টির প্রতীক্ষায় দেশ

Sun In Bangladeshসিনিয়র রিপোর্টার, এবিসি নিউজ বিডি, ঢাকাঃ সারাদেশে চলছে তাপদাহ। অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। সবার প্রতীক্ষা কখন নামবে স্বস্তির বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়, বুধবার রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ছিল ২৬ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৪১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আবহাওয়া অধিদফতর জানিয়েছে, খুব শিগগিরই স্বস্তির বৃষ্টি দেখা মিলবে। আজ বৃহস্পতিবার বিকেল থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের বেশকিছু স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সেই সঙ্গে থাকতে পারে কালবৈশাখী ঝড়।

রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে অস্থায়ীভাবে পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিক দিয়ে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ